বহু জল্পনা ও কল্পনা অবশান করে অবশেষে প্রকাশিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর বা হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫। শিক্ষা মন্ত্রনালয় গুচ্ছে থাকার অনুরোধ করার পরেও হাবিপ্রবি একই দিনে নিজেদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের স্বতন্ত্রতা নিয়ে পরিষ্কারভাবে জানান দেয়। যার মাধ্যমে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পথ সুগম হলো।
উত্তরবঙ্গের দুইটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে পুরোনো ও পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে হাবিপ্রবি। দিনাজপুর শহরের অদূরেই এর বিশ্ববিদ্যালয়টি অবস্থান। ধারণা করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালইয়ের পর হাবিপ্রবিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান। শাবিপ্রবির মতোই হাবিপ্রবিও এবার গুচ্ছ থেকে আলাদা হয়েছে।
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
দেখে নিন হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর সাধারণ তথ্যাদি:
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৬ জানুয়ারি, ২০২৫ |
আবেদন শুরু | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন শেষ | ০৬ মার্চ, ২০২৫ |
আবেদন ফি | ১০০০ টাকা (আর্কিটেকচারে ১২০০ টাকা) |
ভর্তি পরীক্ষা শুরু | ২১ থেকে ২৪ এপ্রিল, ২০২৫ |
ইউনিট সংখ্যা | ৪টি (এ, বি, সি, ডি) |
আবেদন ওয়েবসাইট | hstu.ac.bd/admission |
আরো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫
সকল ইউনিট
এবছর হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ চারটি ইউনিট করা হয়েছে। ইউনিটগুলো হচ্ছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই চারটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে বিধায়ীকজন শিক্ষার্থী চাইলে তার যোগ্যতা অনুযায়ী সকল ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
এ ইউনিট
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী এ ইউনিটে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন এবং এখানে তিনটি বিভাগে আসন আছে মোট ৪৩৫টি। প্রতিটি বিভাগের নাম ও আসন সংখ্যা দেখে নিন:
বিভাগের নাম | আসন সংখ্যা |
---|---|
এগ্রিকালচার | ৩৭৫ |
ফিশারিজ | ৮০ |
ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স | ৮০ |
মোট আসন সংখ্যা | ৫৩৫ |
বি ইউনিট
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী বি ইউনিটে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন এবং এখানে ১২টি বিভাগে আসন আছে মোট ৭৪০টি। প্রতিটি বিভাগের নাম ও আসন সংখ্যা দেখে নিন:
বিভাগের নাম | আসন সংখ্যা |
---|---|
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৬০ |
ইলেকট্রিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | ৬০ |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৬০ |
ফুড এন্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং | ৬০ |
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং | ৬০ |
সিভিল ইঞ্জিনিয়ারিং | ৫০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৫০ |
আর্কিটেকচার | ৩০ |
রসায়ন | ৭৫ |
পদার্থবিজ্ঞান | ৭৫ |
গনিত | ৮০ |
পরিসংখ্যান | ৮০ |
মোট আসন সংখ্যা | ৭৪০ |
সি ইউনিট
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী সি ইউনিটে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক, এই তিন বিভাগের সকল শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন এবং এখানে ৪টি বিভাগে আসন আছে মোট ২৮০টি। প্রতিটি বিভাগের নাম ও আসন সংখ্যা দেখে নিন:
বিভাগের নাম | আসন সংখ্যা |
---|---|
একাউন্টিং | ৭০ |
মার্কেটিং | ৭০ |
ম্যানেজমেন্ট | ৭০ |
ফিন্যান্স | ৭০ |
মোট আসন সংখ্যা | ২৮০ |
ডি ইউনিট
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী ডি ইউনিটে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক, এই তিন বিভাগের সকল শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন এবং এখানে ৪টি বিভাগে আসন আছে মোট ২৮০টি। প্রতিটি বিভাগের নাম ও আসন সংখ্যা দেখে নিন:
বিভাগের নাম | আসন সংখ্যা |
---|---|
অর্থনীতি | ৭০ |
ইংরেজি | ৭০ |
সমাজ বিজ্ঞান | ৬০ |
ডেভেলপমেন্ট স্টাডিজ | ৪০ |
মোট আসন সংখ্যা | ২৮০ |
ভর্তি যোগ্যতা
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী ভর্তি যোগ্যতা দেখে নিন:
- যারা ২০২৩ ও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ করেছে শুধু তারাই শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। কিন্তু যারা ২০২১ সালের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে না। অতএব, হাবিপ্রবিতে সেকেন্ড টাইম রয়েছে।
- এ ও বি ইউনিটের ক্ষেত্রে পরীক্ষার্থীকে যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
- এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে ভর্তির জন্যে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
- ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে পরীক্ষার্থীকে যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
আবেদন পদ্ধতি
হাবিপ্রবিতে আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরন করতে পারবেন। আবেদনের সকল প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে এবং ভর্তি ফিও অনলাইনে নেওয়া হবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে লগ ইন করে নিজেদের প্রবেশপত্রও ডাউনলোড করতে পারবে।
অনলাইন পদ্ধতিতে আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট hstu.ac.bd/admission
আবেদন ফি
হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী প্রতিটি ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। একটি ইউনিটে আবেদনের জন্যে ১০০০ টাকা, তবে যদি কেউ একাধিক ইউনিটে আবেদন করতে চায় তবে ইউনিট সংখ্যার সাথে ১০০০ টাকা গুণ করতে হবে। উদাহরণসরূপ, কেউ তিনটি ইউনিটে আবেদন করতে গেলে আবেদন ফি হবে ৩০০০ টাকা।
তবে যেহেতু বি ইউনিটের আর্কিটেকচারে আলাদা ড্রয়িং পরীক্ষাও আছে তাই কেউ আর্কিটেকচারের জন্যেও পরীক্ষা দিএ তাকে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। এর মানে দারাচ্ছে যে, কেউ আর্কিটেকচারে ভর্তি হতে চাইলে তাকে বি ইউনিটের জন্যে ১২০০ টাকা প্রদান করতে হবে আবেদন ফি হিসেবে।
আবেদনের তারিখ ও পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্যে আবেদন শুরু হবে ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে। তবে আবেদন সমাপ্ত হবে ০৬ মার্চ, ২০২৫। এর তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যেই আবেদন ও ফি প্রদান সম্পন্ন করতে হবে।
আর পরীক্ষা হবে এপ্রিল মাসের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত। তবে কোন দিন কোন ইউনিতের পরীক্ষা হবে তা এখনও নির্দিষ্ট করে না জানালেও শীগ্রই ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন করার পূর্বে সকলের উচিত একবারের জন্যে হলেও মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া। বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে একবার দেখে নিলে ভর্তি পরীক্ষায় সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া আবদনে কোনো ভুল না হওয়ার সম্ভাবনাও বেড়া যায়।
দেখে নিন হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি