মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫

তোমরা অনেকেই জানতে চাও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫ সালের আলোকে কতো ছিল। ছোটবেলায় যখন স্কুলে বড় হয়ে কী হতে চাও প্রশ্নের উত্তর চাওয়া হতো তখন আমাদের মধ্যে অনেকেরই উত্তর হতো ডাক্তার হতে চাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার হওয়াটা মোটেও সহজ নয়। বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় মাত্র সামান্য মার্কের ব্যবধানে অনেক মেধাবী শিক্ষার্থীর চান্স হয় না এই লেখায় আমি সর্বশেষ কয়েকটি বছরের সর্বনিম্ন যে মার্কে একটি মেডিকেলের সিট নিশ্চিত করা গিয়েছিল তা জানবো।

শুরুতেই জেনে নেই মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষা আগে মোট ৩০০ নম্বরে হয়ে থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০০ নম্বরের মধ্যে হচ্ছে। যার মধ্যে ১০০ মার্কই হচ্ছে এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ রেজাল্টের উপর। বাকি ১০০ মার্ক একটি প্রতিযোগিতাপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে বরাদ্দ থাকছে।

 

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫

সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নূন্যতম কাটমার্ক ১৭৪.৭৫ নম্বর। এই প্রাপ্ত নাম্বার পূর্বের নিয়মে মোট ২০০ নম্বরের মধ্যে। যারা অন্তত এই নম্বর তুলতে পেরেছে, তারাই মেডিকেলে একটি সিট নিজের করে নিতে পেরেছে।

উল্লেখ্য যে, এই ১৭৪.৭৫ নম্বরে কেউ যদি এইচএসসি ও এসএসসি পরীক্ষায় উভয়ে জিপিএ ৫ পেয়ে থাকে তবে সে জিপিএ এর উপর বরাদ্দ থাকা ১০০ ন্মবরের মধ্যে ১০০ নম্বরই পেয়েছে। বাকি ৭৪.৭৫ নম্বর তুলতে হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায়।

বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর

এবার জেনে নেই এর পূর্ববর্তী বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর কত করে ছিল। এখানে মোট প্রাপ্ত নম্বর ৩০০ এর মধ্যে ধরা হয়েছে, যার মধ্যে ২০০ নম্বর এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ রেজাল্টের উপর ও অবশিষ্ট ১০০ নম্বর এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। তবে মনে রেখো, এবার কিন্তু মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে, তাই এবার কাটমার্ক আগের বছরের কাটমার্ক থেকে ১০০ কম ধরতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫
শিক্ষাবর্ষ সর্বনিম্ন কাটমার্ক
২০২৩-২৪
২৬৭
২০২২-২৩ ২৬৮.৫
২০২১-২২
২৭২.৭৫
২০২০-২১ ২৬৮
২০১৯-২০ ২৬৭.৫
২০১৮-১৯
২৫৭
২০১৭-১৮ ২৭০.৫
২০১৬-১৭ ২৬৪.৭৫

আরো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

মেডিকেলে কত নম্বর টার্গেট করা উচিত?

উপরের বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর দেখে তুমি এটা নিশ্চিত হতে পেরেছো যে প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক কখনও কমেছে, কখনও বা বেড়েছে। তাই সুনির্দিষ্ট করে কেউ কাটমার্ক বলতে পারবে না। যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে সে বছর কাটমার্কও বেশি হয়েছে। আবার প্রশ্ন কঠিন হলে স্বাভাবিকভাবেই কাটমার্ক কমেছে।

এবার যেহেতু এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ রেজাল্টের উপর ১০০ মার্ক নির্ধারণ করা হয়েছে তাই আমরা পূর্বের কাটমার্ক থেকে ১০০ নম্বর কম ধরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫ নির্ধারণ করতে পারি।

আরো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ ২০২৫

তাই, প্রশ্নের ধরণ দেখেই বলে দেওয়া সম্ভব এই বছর কাটমার্ক কত হবে। তবে অনেকের মতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হলে কাটমার্ক ১৭০ এবং প্রশ্ন কঠিন হলে কাটমার্ক ১৬৫ ধরা উচিত। এতে অন্তত প্রকৃত কাটমার্কের সম্ভাব্য নম্বর আন্দাজ করা যায়।

তোমাদের যাদের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ রেজাল্ট দুইটিতেই ৫ করে, তারা ১০০ তে ১০০ পেয়ে এগিয়ে আছো। এখন তোমাদের শুধু এমসিকিউ পরীক্ষায় ভালো একটি নম্বর তুলতে হবে। কিন্তু যাদের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ রেজাল্ট ৫ এর কম, তারা ১০০ এর মধ্যে কিছু নম্বর হারাবে।

মন খারাপের কিছু নেই, এই নম্বর পুষিয়ে নেওয়া সম্ভব। এক্ষেত্রে তোমাদের পড়াশোনা একটু বাড়াতে হবে এবং এমসিকিউ পরীক্ষায় অন্যদের চেয়ে কিছু নম্বর বেশি পেতে হবে।

আরো পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫

তবে আমাদের মনে রাখা উচিত ভর্তি পরীক্ষায় আমাদের মোটেও সর্বনিম্ন নম্বর পাওয়ার টার্গেট থাকা উচিত নয়। কেননা কাটমার্ক নির্দিষ্ট নয়। কোনো ভুল অনুমানের কারণে দেখা গেলো তোমার চান্স হলো না! তাই তোমাদের টার্গেট অবশ্যই কাটমার্কের কিছু বেশি হওয়া বাঞ্ছনীয়।

এছাড়া বাংলাদেশে একাধিক সরকারি মেডিকেল কলেজ আছে। সবারই স্বপ্ন ভালো ভালো মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া। তোমরা কোন মেডিকেলে চান্স পাবে তা নির্ভর করবে তোমার প্রাপ্ত নম্বরের উপর। তুমি যত বেশি নম্বর পাবে, তোমার পছন্দের মেডিকেল কলেজে চান্স পাবার সম্ভাবনা তত বেশি হবে।

শেয়ার করুন

Leave a Comment