বিসিএস ক্যাডার তালিকা ২০২৫

বিসিএস ক্যাডার তালিকা ২০২৫ সাল অনুযায়ী দেখে নিন। উচ্চশিক্ষার পর আমাদের প্রায় সকলের লক্ষ্য থাকে একটি সম্মানজনক সরকারি চাকরি। আর সরকারি চাকরির মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে বিসিএস ক্যাডার। বাংলাদেশের চাকরির বাজারে সবচেয়ে সম্মানজনক হওয়ার পাশাপাশি সুযোগ সুবিধা, বেতন কাঠামো ইত্যাদির দিক দিয়ে বিসিএস অপ্রতিরোধ্য।

কিন্তু অনেকেই জানেন না বিসিএসে কয়টি ক্যাডার আছে। ক্যাডার বলতে বিসিএসে বিভিন্ন সার্ভিস রয়েছে। যেমন প্রশাসন, স্বাস্থ্য কিংবা পুলিশ। এভাবে মোট ২৬টি ক্যাডার রয়েছে বিসিএসে। এই ক্যাডারে নিয়োগ তারাই পান যারা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, তথা পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন।

বিসিএস ক্যাডার তালিকা

বিসিএস ক্যাডার তালিকা ২০২৫

শুরুতে বলেছি, বিসিএস ক্যাডার মোট ২৬টি। তবে এই ২৬টি ক্যাডারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা:

  •  সাধারণ ক্যাডার
  • টেকনিক্যাল/পেশাগত ক্যাডার

নিয়োগ পাওয়ার ক্ষেত্রে এই দুই ধরণের ক্যাডারে পার্থক্য রয়েছে। সাধারণ ক্যাডারে যে কেউ আসতে পারলেও টেকনিক্যাল ক্যাডারে আসতে হলে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয়।

সাধারণ ক্যাডার

২৬টি বিসিএস ক্যাডারের মধ্যে ১৪টি ক্যাডার হচ্ছে সাধারণ ক্যাডার। এই ক্যাডারে যে কেউ কোনো বিষয়ে অনার্স সম্পন্ন করে যোগদান করতে পারবে। বিশেষ কোনো বিষয়ে অনার্স সম্পন্ন করতে হয় না। উদাহরণস্বরূপ, বিসিএস পুলিশ ক্যাডারে একজন বাংলায় অনার্স সম্পন্ন করা প্রার্থী যেমন আবেদন করতে পারবে, তেমনি এমবিবিএস সম্পন্ন করা প্রার্থীও আবেদন করতে পারবে। কে কোন বিষয়ে পড়েছে তা এখানে কোনো পার্থক্য করবে না। তাই পুলিশ ক্যাডার একটি সাধারণ ক্যাডার।

সাধারণ ক্যাডারের ১৪টি ক্যাডারের তালিকা দেওয়া হলো:

বিসিএস ক্যাডার তালিকা ২০২৫ (সাধারণ ক্যাডার)
ক্রমিক ক্যাডারের নাম
বিসিএস প্রশাসন
বিসিএস পুলিশ
বিসিএস আনসার
বিসিএস পরিবার পরিকল্পনা
বিসিএস কর
বিসিএস নিরীক্ষা ও হিসাব
বিসিএস সমবায়
বিসিএস পররাষ্ট্র
বিসিএস তথ্য
১০ বিসিএস ডাক
১১ বিসিএস খাদ্য
১২ বিসিএস বাণিজ্য
১৩ বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
১৪ বিসিএস শুল্ক ও আবগারি

আরো পড়ুন সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

টেকনিক্যাল/পেশাগত ক্যাডার

এবার আসা যাক টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার নিয়ে। সাধারণ ক্যাদারে যেমন যেকেউ যেকোনো বিষয়ে অনার্স করে ক্যাডার হতে পারে, টেকনিক্যাল/পেশাগত ক্যাডারে সেটা হয় না। এসব ক্যাডারে যেতে হলে নির্দিষ্ট বিষয়ে অনার্স করতে হয়। যেমন বিসিএস কৃষিতে যেতে হলে অবশ্যই প্রার্থীকে কৃষি বিষয়ে অনার্সধারী হতে হবে।

টেকনিক্যাল/পেশাগত ক্যাডার আছে মোট ১২টি। ক্যাডারগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

বিসিএস ক্যাডার তালিকা ২০২৫ (টেকনিক্যাল/পেশাগত ক্যাডারে)

ক্রমিক ক্যাডারের নাম
১৫ বিসিএস কৃষি
১৬ বিসিএস শিক্ষা
১৭ বিসিএস কারিগরি শিক্ষা
১৮ বিসিএস স্বাস্থ্য
১৯ বিসিএস পরিসংখ্যান
২০ বিসিএস মৎস
২১ বিসিএস প্রাণিসম্পদ
২২ বিসিএস রেলওয়ে প্রকৌশল
২৩ বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল
২৪ বিসিএস বন
২৫ বিসিএস সড়ক ও জনপথ
২৬ বিসিএস গণপূর্ত
বিসিএস ক্যাডার তালিকা ২০২৫ অনুযায়ী টেকনিক্যাল ক্যাডার সাধারণ ক্যাডারের চেয়ে কম হলেও নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ ফাকা থাকে টেকনিক্যাল ক্যাডারেই। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে ফাকা পদ থাকে সবচেয়ে বেশি। যদিও সুযোগ সুবিধার দিক দিয়ে বিবেচনা করলে সাধারণ ক্যাডারই সকলেই পছন্দের শীর্ষে।
শেয়ার করুন

Leave a Comment