বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ২০২৫ সালের আলোকে দেখে নিন! বাংলাদেশের সর্বপ্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার দিক দিয়ে বিশ্ববিদ্যালয়টি সারাদেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। এছাড়া গবেষণার দিক দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশসেরা হিসেবে বহুবার আলোচনায় এসেছে।
বাংলাদেশের কৃষি গবেষণায় অগ্রদূত এই বিশ্ববিদ্যালয়টি থেকে প্রতিবছর যেমন বিসিএস ক্যাডার হচ্ছে, তেমনি গবেষক ও কৃষিবিদ নির্মাণে দেশের জন্যে অগ্রনী ভূমিকা পালন করছে। এই বিশ্ববিদ্যালয়ে কৃষিবিষয়ক বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটিই চাহিদাসম্পন্ন। আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টে পড়া বহু শিক্ষার্থীর কাছে একটি কাঙ্খিত স্বপ্ন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সাবজেক্ট আছে ৯টি। সাবজেক্ট সংখ্যা কম হলেও সিট সংখ্যা কিন্তু মোটেও কম নয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে ১১১৬টি। সাবজেক্টগুলোর মধ্যে এগ্রিকালচার বা কৃষি সাবজেক্টে আছে সবচেয়ে বেশি আসন, মোট ৩২০টি। আর ১৮০টি করে আসন আছে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এ্যানিমেল হাজবেন্ড্রি সাবজেক্টে।
এছাড়াও শতাধিক করে আসন আছে ফিশারিজ, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও এগ্রিকালচারাল ইকোনমিক্স সাবজেক্টে। গুরুত্বপূর্ণ কিছু সবাওজেক্ট, যেমন ফুড সেফটি ম্যানেজমেন্ট, ফুড ইঞ্জিনিয়ারিং ও বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং-এ আছে ৩০ থেকে ৫০টি করে আসন। নিচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ২০২৫ সালের আলোকে তালিকা দেখে নিন:
সাবজেক্টের নাম | আসন সংখ্যা |
---|---|
এগ্রিকালচার
|
৩২০ |
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) | ১৮০ |
ফিশারিজ | ১২০ |
এ্যানিমেল হাজবেন্ড্রি | ১৮০ |
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং | ১০০ |
এগ্রিকালচারাল ইকোনমিক্স | ১০৬ |
ফুড সেফটি ম্যানেজমেন্ট | ৩০ |
ফুড ইঞ্জিনিয়ারিং | ৫০ |
বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং | ৩০ |
মোট আসন | ১১১৬টি |
আরো দেখুন কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো
কেন পড়বেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা হচ্ছে কৃষি। আর কৃষিই মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা খাদ্যের যোগান দিয়ে থাকে। কৃষি ছাড়া মানব সভ্যতার টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ নিজেও একটি কৃষিপ্রধান দেশ। পৃথিবীতে বহু শিল্পোন্নোত দেশ থাকলেও তারা কোনো না কোনোভাবে কৃষির উপরেই নির্ভর।
তাই কৃষির চাহিলা কোনো কালেও কমবে না। কৃষি নিয়ে পড়াশুনা করে কেউ কখনও বেকার থাকে না। কৃষি নিয়ে পড়া শেষ করে বিদেশে উচ্চতর পড়াশুনার সুযোগ রয়েছে। বিশেষ করে উন্নত দেশগুলো এখন কৃষি গ্রাজুয়েটদের খুজে থাকে। যাদের বিদেশ যাওয়ার প্ল্যান তারা কৃষি সাবজেক্টে চলে আসতে পারেন। এছাড়া দেশেও রয়েছে প্রচুর চাকরির বাজার। বাংলাদেশে অনেক কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে প্রতিনিয়ত নিয়োগ দেওয়া হয় কৃষি বিজ্ঞানীদের। এছাড়া বিসিএসেও রয়েছে কৃষি নিয়ে পড়াশুনা করা শিক্ষার্থীদের জন্যে বিশেষ ক্যাডার ব্যবস্থা।
বাংলাদেসের সবচেয়ে পুরোনো কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষক, ফেকাল্টি ও সুনামের দিক দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে দেশসেরা। এই প্রতিষ্ঠান থেকে তুমিও পারো নিজের স্বপ্নকে সত্যি করতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট দেখে বেছে নাও তোমার জীবনের নতুন লক্ষ্য।