খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ যেখানে চারটি পদে নিয়োগ করা হবে ৩৩৭জনকে। বিপুল সংখ্যক এই পদে আবেদন করতে পারেন আপনিও। এবারের পদগুলোতে আবেদন করতে হলে স্নাতকের প্রয়োজন নেই। শুধু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে। সরকারি চাকরি হওয়ায় অনেক তরুণের কাছে এই নিয়োগটি নিঃসন্দেহে আকর্ষনীয়।
তিনটি পদে নির্দিষ্ট অভিজ্ঞতা চাইলেও বন প্রহরী পদে আবেদন করতে পারবেন যে কেউ, শুধু শারীরিক যোগ্যতা থাকলেই হবে। এছাড়া সবচেয়ে বেশি পদ আছে এখানেই। বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী শুধু বন প্রহরী পদের ২৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বন অধিদপ্তর নিয়মিতই বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও বন প্রহরী নিয়োগ দিয়ে থাকে। এবারের সার্কুলারও ব্যতিক্রম নয়। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে বন প্রহরী পদটি। যারা সদ্য তরুণ তাদের জন্যে এই ১৭তম গ্রেডের পদটি রেকোমেন্ডেট।
আজকের বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- পদের নাম: ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, স্প্রিড বোট ড্রাইভার, বন প্রহরী
- বেতন গ্রেড: ১২, ১৬, ১৭তম গ্রেড
- বেতন স্কেল: ৯০০০ হতে ২৭,৩০০ টাকা
- মোট পদ: ৪টি
- পদ সংখ্যা: ১২৬২টি
- আবেদন ফি: ৫৬, ১১২, ১৬৮ টাকা মাত্র
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
- আবেদনপত্র দাখিল শেষ তারিখ: ০২ মার্চ, ২০২৫
- ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ০২ মার্চ, ২০২৫
আরো দেখুন সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান
- পদ সংখ্যা: ১৩টি
- বেতন গ্রেড: ১২তম
- বেতন: ১১,৩০০ হতে ২৭,৩০০ টাকা
- বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেনিতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ
- অন্যান্য যোগ্যতা: দ্বিতীয় শ্রেনিতে ড্রাইভিং পরীক্ষায় পাশ
- আবেদন ফি: ১৬৮ টাকা
গাড়ি চালক
- পদ সংখ্যা: ২৫টি
- বেতন গ্রেড: ১৬তম
- বেতন: ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা
- বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেনিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ (অষ্টম শ্রেনি)
- অন্যান্য যোগ্যতা: ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারি যানবাহন চালানোর দক্ষতা থাকতে হবে
- আবেদন ফি: ১১২ টাকা
স্প্রিড বোট ড্রাইভার
- পদ সংখ্যা: ১৩টি
- বেতন গ্রেড: ১৬তম
- বেতন: ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা
- বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেনিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ (অষ্টম শ্রেনি) অথবা স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেনিতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ
- অন্যান্য যোগ্যতা: স্প্রিড বোর্ড চালানোয় তিন বছরের অভিজ্ঞতা অথবা সনদধারী
- আবেদন ফি: ১১২ টাকা
আরো চাকরি বিজ্ঞপ্তি সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বন প্রহরী
- পদ সংখ্যা: ২৮৬টি
- বেতন গ্রেড: ১৭তম
- বেতন: ৯,০০০ হতে ২১,৮০০ টাকা
- বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ
- অন্যান্য যোগ্যতা: বুকের মাপ ৭৬ সেমি এবং উচ্চতা ১৬৩ সেমি
- আবেদন ফি: ৫৬ টাকা
আবেদন করার ওয়েবসাইট
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী উপরের চারটি পদে আবেদন একটি মাত্র ওয়েবসাইটেই সম্পন্ন করা যাবে। ওয়েবসাইটে চাওয়া প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে। এছাড়া পদের বিপরীতে সুনির্দিষ্ট আবেদন ফি প্রদান করে আবেদন সম্পন্ন হবে। আবেদন ফি প্রদান না করা হলে আবেদন সম্পন্ন হবে না।
আবেদন করার ওয়েবসাইট ccffd.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
অনেক চাকরি প্রত্যাশী পদে আবেদন করেন ঠিকই কিন্তু সার্কুলার একবারও পড়ে দেখেন না। এটি একটি পড় মাপের ভুল। প্রত্যেকটি পদে আবেদন করার সময় অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে দেখবেন। এতে অনেক খুটিনাটি বিষয় জানা যায়, নিয়োগের আবেদনেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
দেখে নিন বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আবেদন করার পরের ধাপ হলো একটি ভালো মানের প্রস্তুতি। পরীক্ষা কবে হবে সেটি অধিদপ্তর আপনাকে মোবাইল নম্বরে ম্যাসেজ করে জানিয়ে দিবে। তবে তার আগে থেকেই আপনাকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পদ সংখ্যা অনেক থাকায় চাইলে শুধু একটি গোছান প্রস্তুতি নিলেই একটি চাকরি নিশ্চিত করা সম্ভব। বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখে আপনার কাংক্ষিত পদের জন্যে প্রস্তুতি নিয়ে নিন। সবার আগে দেখতে হবে বিগত সালের প্রশ্ন। সেগুলো এনালাইসিস করে সম্ভাব্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্ব করে ফেলুন। ইনশাল্লাহ, একটি পদে চাকরি হয়ে যাবে।