ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ ২০২৫

আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ ২০২৫ সালের সার্কুলারের আলোকে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। উচ্চশিক্ষার জন্যে প্রতি বছর লাখখানেক পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও দেশসেরা এই বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ পায় মাত্র কিছু হাজার মেধাবী শিক্ষার্থী। তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, কিংবা ফিন্যান্স, একাউন্টিং বা ম্যানেজম্যান্ট বিভাগে পড়তে ইচ্ছুক, তাদের সবারই পছন্দের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট

সবার আগে জেনে নেওয়া প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাচটি ইউনিট রয়েছে, যেখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি নিচ্ছে। এর মধ্যে গ ইউনিটে বিশ্ববিদ্যালয়টিতে বাণিজ্য অনুষদের সকল বিষয় অন্তর্গত। এখানে ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং এর মতো সুপরিচিত বিষয়গুলো যেমন রয়েছে, তেমন আন্তর্জাতিক ব্যবসা, ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ ইত্যাদি নামক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও রয়েছে।

তবে বর্তমানে এই ইউনিটকে গ ইউনিট বলে ধরা হয় না। বরং নতুন নিয়মে এই ইউনিটের পরিবর্তিত নাম বাণিজ্য ইউনিট। যদিও এখনও আগের মতোই গ ইউনিট নামটিই অধিক পরিচিতি।

গ ইউনিট যাদের জন্যে

অনেকের ধারণা ঘতে পারে যে এই ইউনিটে শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থী্রাই পরীক্ষা দিতে পারে। ধারণাটি মোটেও সঠিক নয়। এই ইউনিটে বাণিজ্য বিভাগের পাশাপাশি বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। যদিও বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্যে আসন আছে উল্লেখযোগ্য নয়। প্রতিটি বিভাগে আবার সিট সংখ্যা বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্যে আলাদা করে বরাদ্দ। তাই তোমরা শুধু তোমাদের নিজেদের বিভাগের সাথে লড়বে, অন্য বিভাগের সাথে প্রতিযোগিতায় যেতে হচ্ছে না।

আরো পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

গ ইউনিট অন্তর্গত অনুষদ সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট অন্তর্গত অনুষদ সংখ্যা মাত্র একটি। অনুষদগুলো হচ্ছে:

  • বাণিজ্য অনুষদ

এই ইউনিটে কোনো ইনস্টিটিউট অন্তর্ভুক্ত নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ

এবার আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ সম্পর্কে। এই ইউনিটে মোট বিভাগ আছে ৯টি। আর সর্বমোট আসন রয়েছে ১০৫০টি। যার মধ্যে বাণিজ্য বিভাগের জন্যে ৯৩০টি, বিজ্ঞান বিভাগের জন্যে ৯৫টি ও মানবিক বিভাগের জন্য ২৫টি সিট বরাদ্দ।

এক নজরে দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ ২০২৫
ক্রমিক বিষয়ের নাম
অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
ফিন্যান্স
ম্যানেজমেন্ট
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স
মার্কেটিং
ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
ইন্টারন্যাশনাল বিজনেস
অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ

আরো পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই স্বপ্ন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শতবর্ষী প্রাচীন এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ বিশ্বের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং-এ ভালো স্থান দখল করে আছে। তোমাদের হাতে এখন সুবর্ণ সুযোগ! দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা বিষয়ে আশা করি তুমি ভর্তির স্বপ্নটি পূরণ করতে পারবে। বরাবরের মতো তোমাদের জন্যে রইলো শুভ কামনা!

শেয়ার করুন

Leave a Comment