গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ Last Update 2025!

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ এই বছর আপডেট হয়েছে। গতবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ছিল এমন কয়েকটি বিশ্ববিদ্যালয় এবছর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। তাই গুচ্ছ থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদ যাচ্ছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া গুচ্ছ ভর্তি পদ্ধতিটি এর আগের কয়েকবার ভেঙে যাওয়ার গুঞ্জন উঠলেও শিক্ষা মন্ত্রণালয়ের চাপে কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে ছেড়ে যেতে পারেনি। তবে এবছর বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয় বেরিয়ে আসায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বড় রকম পরিবর্তন এসেছে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫

তবে অব্যবস্থাপনা ও নিজস্বতা বজায় রাখার উদ্দেশ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজেদের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে প্রত্যাহার করে নেয়। যার ফলে কমে আসে গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা। পূর্বে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট বিশ্ববিদ্যালয় ছিল মোট ২৪টি। কিন্তু ৭টি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাওয়ায় এখন গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাড়িয়েছে ১৭টিতে।

গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগে সকল সাধারণ বিশ্ববিদ্যালয়, যেমন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অপর ভাগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেমন, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর নামের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও গুচ্ছে রয়েছে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫
ক্রমিক বিষয়ের নাম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১
১২ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪
১৫ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫

গুচ্ছ থেকে বেরিয়ে এলো যারা

পুর্বে আরো সাতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভুক্ত ছিল। তবে বর্তমানে তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিতে চলেছে। বিশ্ববিদ্যালয় সাতটি হচ্ছে:

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়

এই সাতটি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য হতো। কিন্তু এবার তারা আলাদা ভর্তি পরীক্ষা নিতে চলেছে। তাই এরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা থেকে বাদ পড়েছে। সম্প্রতি আরো চারটি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ও ইসলামি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে চলেছে। সব মিলিয়ে এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ করলে ১৭টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে।

আরো দেখুন মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫

গুচ্ছে ছিল না এমন বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যে গুচ্ছে অন্তর্ভুক্ত ছিল, তা কিন্তু নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো কখনই গুচ্ছে অন্তর্গিত ছিল না। এছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলাদা প্রকৌশল গুচ্ছ করা হলেও সেখানে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) অন্তর্গত ছিল না। আবার এই বছর প্রকৌশল গুচ্ছও থাকছে না। রুয়েট, চুয়েট এবং রুয়েট আলাদা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কৃষি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কৃষি গুচ্ছ বহাল থাকছে বলে জানা যায়।

আরো দেখুন কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫

গুচ্ছের বাহিরে সকল বিশ্ববিদ্যালয় তালিকা:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
  • কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
  • রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
  • চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, মিরপুর, ঢাকা
  • বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর, ঢাকা

এই তালিকার বিশ্ববিদ্যালয়গুলো এবছর আলাদাভাবে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ একত্রে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিবে। যদিও অনেক প্রচেষ্টার পরেও কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আলাদা হতে চায়। আশংকা করা হচ্ছে যে আরো কিছু বিশ্ববিদ্যালয় অন্যদের দেখাদেখি গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে। তবে কোনো তথ্য পাওয়া গেলে সাথে সাথেই আমাদের সাইটে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৫ তালিকায় আপডেট জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Comment