ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫ সালের সার্কুলারের আলোকে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্যে প্রতি বছর লাখখানেক পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও দেশসেরা এই বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ পায় মাত্র কিছু হাজার মেধাবী শিক্ষার্থী। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তাদের সকারই পছন্দের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি সাবজেক্ট। 

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট

সবার আগে চলো জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাচটি ইউনিট রয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি নেওয়া হচ্ছে। এর মধ্যে খ ইউনিটে বিশ্ববিদ্যালয়টির আইন, কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ক সকল বিভাগ অন্তর্গত। এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস বিষয়গুলো যেমন রয়েছে, তেমন আইন, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোও রয়েছে।

তবে বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এই ইউনিটকে খ ইউনিট বলে উল্লেখ্য করে না। বরং নতুন নিয়মে এই ইউনিটের স্বতন্ত্র নাম কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। তবে এখনও আগের মতোই খ ইউনিট নামটি চলে আসছে।

ক ইউনিট যাদের জন্যে

অনেকের ধারণা এই ইউনিটটি শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্যে। ধারণাটি সঠিক নয়। এই ইউনিটে মানবিক বিভাগের পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বিজ্ঞান বিভাগের জন্যে আসন আছে উল্লেখযোগ্য। এছাড়া বাণিজ্য বিভাগের জন্যেও আসন সংখ্যা যথেষ্ট রয়েছে। প্রতিটি বিভাগে আসন সংখ্যা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্যে আলাদা করে বরাদ্দ। তাই তোমাদের নিজেদের বিভাগের সাথে লড়তে হচ্ছে, অন্য বিভাগের সাথে প্রতিযোগিতায় যেতে হচ্ছে না।

খ ইউনিট অন্তর্গত অনুষদ সমূহক

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট অন্তর্গত অনুষদ সংখ্যা তিনটি। অনুষদগুলো হচ্ছে:

  • কলা অনুষদ
  • সামাজিক অনুষদ
  • আইন অনুষদ

খ ইউনিট অন্তর্গত ইনস্টিটিউট সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট অন্তর্গত ইনস্টিটিউট সংখ্যা পাচটি। ইনস্টিটিউটগুলো হচ্ছে:

  • সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
  • স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
  • শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
  • আধুনিক ভাষা ইনস্টিটিউট
  • ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ

এবার আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ সম্পর্কে। এই ইউনিটে মোট বিভাগ আছে ৪৪টি। আর সর্বমোট আসন রয়েছে ২৯৩৪টি। যার মধ্যে মানবিক বিভাগের জন্যে ১৭০৭টি, বিজ্ঞান বিভাগের জন্যে ৯৪৪টি ও বাণিজ্য বিভাগের জন্য ২৮৩টি সিট বরাদ্দ।

এক নজরে দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

ক্রমিক বিষয়ের নাম
বাংলা
ইংরেজি
আরবি
ফরাসি
উর্দু
সংস্কৃত
পালি
ইতিহাস
দর্শন
১০ ইসলামিক স্টাডিজ
১১ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১২ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
১৩ থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ
১৪
ভাষাবিজ্ঞান
১৫ সঙ্গীত
১৬ বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
১৭ নৃত্যকলা
১৮ আইন
১৯ অর্থনীতি
২০ আন্তর্জাতিক সম্পর্ক
২১ রাষ্ট্রবিজ্ঞান
২২ গণযোগাযোগ ও সাংবাদিকতা
২৩ সমাজবিজ্ঞান
২৪ লোক প্রশাসন
২৫ নৃবিজ্ঞান
২৬
পপুলেশন সাইন্স
২৭ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
২৮ উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ
২৯
টেলিভিশন, চলচিত্র ও ফটোগ্রাফি
৩০ উন্নয়ন অধ্যয়ন
৩১ ক্রিমিনোলজি
৩২ কমিউনিকেশন ডিসঅর্ডারস
৩৩ প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
৩৪
জাপানিজ স্টাডিজ
৩৫ সমাজকল্যাণ
৩৬ স্বাস্থ্য অর্থনীতি
৩৭ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ
৩৮ ইংলিশ ফর স্পিকার্স ফর আদার ল্যাংগুয়েজ
৩৯
ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি
৪০ চাইনিজ ভাষা ও সংস্কৃতি
৪১
জাপানিজ ভাষা ও সংস্কৃতি
৪২ শিক্ষা ও গবেষণা (ভাষা শিক্ষা)
৪৩
শিক্ষা ও গবেষণা (সামাজিক বিজ্ঞান)
৪৪ শিক্ষা ও গবেষণা (বিশেষ শিক্ষা)

আরো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই স্বপ্ন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শতবর্ষী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়ার। তোমাদের গাতে এখন সুবর্ণ সুযোগ! দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা বিষয়ে আশা করি তুমি ভর্তির স্বপ্নটি পূরণ করতে পারবে। তোমাদের জন্যে রইলো শুভ কামনা!

শেয়ার করুন

Leave a Comment