ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্যে প্রতি বছর লাখখানেক পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকে। কিন্তু দেশসেরা এই বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ পায় মাত্র কিছু হাজার মেধাবী শিক্ষার্থী। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাদের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগও হতে পারে পছন্দের শীর্ষে। আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫ সালের সার্কুলারের আলোকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট

সবার আগে আমাদের জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাচটি ইউনিট রয়েছে, যার মাধ্যে বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি নেওয়া হচ্ছে। যার মধ্যে ক ইউনিটে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান বিষয়ক সকল বিভাগ অন্তর্গত। এখানে জীববিজ্ঞান বিষয়ক বিষয়গুলো যেমন রয়েছে, তেমন ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিষয়গুলোও রয়েছে।

তবে বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এই ইউনিটকে ক ইউনিট বলে গণ্য করে না। নতুন নিয়মে এই ইউনিটের স্বতন্ত্র নাম বিজ্ঞান ইউনিট। তবে পূর্ব থেকে প্রচলিত ক ইউনিট নামটি এখনও চলে আসছে।

আরো পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ ২০২৫

ক ইউনিট যাদের জন্যে

অনেকের ধারণা এই ইউনিটটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যে। ধারণাটি সম্পূর্ণ ভুল। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। যদিও তাদের জন্যে আসন সংখ্যা ও বিষয় সীমিত। শুধু মনোবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান ও ভূগোল বিশয়ের জন্যে তারা মনোনিত হবে।

ক ইউনিট অন্তর্গত অনুষদ সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট অন্তর্গত অনুষদ সংখ্যা পাচটি। অনুষদগুলো হচ্ছে:

  • বিজ্ঞান অনুষদ
  • জীববিজ্ঞান অনুষদ
  • আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
  • ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদ
  • ফার্মাসী অনুষদ

আরো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

ক ইউনিট অন্তর্গত ইনস্টিটিউট সমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট অন্তর্গত ইনস্টিটিউট সংখ্যা চারটি। ইনস্টিটিউটগুলো হচ্ছে:

  • পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট
  • পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট
  • তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট
  • ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি
  • শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ

এবার আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ সম্পর্কে। এই ইউনিটে মোট বিভাগ আছে ৩১টি। আর সর্বমোট আসন রয়েছে ১৮৯৬টি। যার প্রায় সবকয়টিই বিজ্ঞান বিভাগের জন্যে বরাদ্দ।

এক নজরে দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৫
ক্রমিক বিষয়ের নাম
পদার্থবিজ্ঞান
গণিত
রসায়ন
পরিসংখ্যান
ফলিত গণিত
মৃত্তিকা, পানি ও পরিবেশ
উদ্ভিদবিজ্ঞান
প্রাণিবিদ্যা
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
১০ মনোবিজ্ঞান
১১
অনুজীব বিজ্ঞান
১২ মৎস্যবিজ্ঞান
১৩
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
১৪ ফার্মেসী
১৫ ভূগোল ও পরিবেশ
১৬ সমুদ্রবিজ্ঞান
১৭ ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স
১৮ আবহাওয়া বিজ্ঞান
১৯ ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
২০
ফলিত রসায়ন ও কেমিকৌশল
২১ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
২২ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
২৩ রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
২৪ ফলিত পরিসংখ্যান
২৫ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান
২৬ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
২৭ লেদার ইঞ্জিনিয়ারিং
২৮ ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
২৯
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
৩০
শিক্ষা ও গবেষণা (ভৌত বিজ্ঞান)
৩১ শিক্ষা ও গবেষণা (জীববিজ্ঞান)

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই স্বপ্ন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শতবর্ষী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়ার। দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা বিষয়ে আশা করি তুমি ভর্তির কাংক্ষিত স্বপ্নটি পূরণ করতে পারবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্যে রইলো শুভ কামনা!

শেয়ার করুন

Leave a Comment