কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো তোমরা এ বিষয়ে জানতে চেয়েছো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়ায় দেশের প্রেক্ষাপটে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শুধু দেশেই নয়, বিদেশেও কৃষি বিষয়গুলো যথেষ্ঠ ডিমান্ডিং রয়েছে। বিশেষ করে যারা গবেষণা করতে চাও, তাদের জন্যে কৃষি বিশ্ববিদ্যালয় একটি সুবর্ণ সুযোগ!
দেশে সরকারি জবের ক্ষেত্রেও কৃষি সম্পর্কিত বিষয়গুলোও জনপ্রিয়। বিসিএসে কৃষি ও প্রাণীসম্পদ নামে দুটি আলাদা বিসিএস ক্যাডার রয়েছে, যেখানে শুধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করা গ্রাজুয়েটরাই সুযোগ পায়। এছাড়া বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই সাবজেক্টগুলো থেকেই। এই লেখায় আলোচনা করব বিভিন্ন কৃষি বিষয়ক সাবজেক্ট নিয়ে, তাদের সুযোগ সুবিধা ও জব সেক্টর নিয়ে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো
প্রকৃতপক্ষে কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টই ভালো। কোনো সাবজেক্টকে ছোত করে দেখার সুযোগ নেই। প্রত্যেকটি সাবজেক্টে সরকারি বেসরকারি জব থাকার পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে বিদেশে সেটেল হয়ে যাওয়ার সুযোগও থাকছে। বাংলাদেশে সকল কৃষি বিশ্ববিদ্যালয় এখন একটি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। গুচ্ছ পরীক্ষায় কোন কোন বিশ্ববিদ্যালয় আছে দেখে নাও কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ এখান থেকে।
নিচের তালিকাটি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কয়েকজনের সাথে আলোচনা করে বানানো হয়েছে। এই তালিকাতে শতভাগ নির্ভুল বলা যাবে না, ব্যক্তিভেদে তালিকার ক্রম ভিন্ন হতে পারে। তাই বিশেষ মন্তব্য যুক্ত করা হলো, যাতে তমরা নিজের সাবজেক্ট নির্বাচনে সুবিধা পাও।
ক্রমিক | সাবজেক্ট |
---|---|
১ |
এগ্রিকালচার
|
২ | ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) |
৩ | ফিশারিজ |
৪ | এ্যানিমেল হাজবেন্ড্রি |
৫ | এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং |
৬ | বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং |
৭ | ফরেস্টি |
৮ | বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং |
৯ | ফুড ইঞ্জিনিয়ারিং |
১০ | ফুড সেফটি ম্যানেজমেন্ট |
১১ | এগ্রিকালচারাল ইকোনমিক্স |
আরো দেখুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫
কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো এই প্রশ্নের উত্তরে প্রায় সকলেই ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), এগ্রিকালচার কিংবা এ্যানিমেল হাজবেন্ড্রি এই সাবজেক্টগুলোর কথা আগে বলবে। কেননা এগুলোতে বিসিএসে আলাদা করে ক্যাডার রয়েছে। আবার এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলোতে সরকারি চাকরির পাশাপাশি বিদেশে গবেষণার সুযোগ রয়েছে।
এগ্রিকালচার
কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দামি সাবজেক্ট হিসেবে এগ্রিকালচার বিষয়টিকে ধরা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো প্রশ্নের একটি উত্তর উত্তর হচ্ছে এগ্রিকালচার সাবজেক্ট। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বিসিএসে কৃষি নামের একটি স্বতন্ত্র ক্যাডার বিদ্যমান। এই ক্যাদারে শুধু এগ্রিকালচার নিয়ে অনার্স করা শিক্ষার্থীরাই চয়েস দিতে পারে। যার কারণে এগ্রিকালচার থেকে অনার্স করে অনেকেই অনায়াসে বিসিএস ক্যাডার হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানে আছে অনেক কৃষি বিজ্ঞানী নিয়োগ দেওয়া হচ্ছে। যেখানে কাজের ক্ষেত্রে ও বেতন সুদুর প্রসারিত। যারা সরকারি চাকরির প্রতি টার্গেট রাখছো, তাদের জন্যে এগ্রিকালচার সাবজেক্টটি নিঃসন্দেহে বেস্ট।
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)
কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটি সবচেয়ে দামি সাবজেক্ট ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)। বিসিএস কৃষি ক্যাডারের মতো বিসিএস প্রাণিসম্পদ নামের একটি স্বতন্ত্র ক্যাডার আছে। এই ক্যাডারে শুধু ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) নিয়ে অনার্স করা শিক্ষার্থীরাই চয়েস দিতে পারে। প্রতিবছর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) থেকে অনার্স করে অনেকেই অনায়াসে বিসিএস ক্যাডার হচ্ছে। এছাড়া এই সাবজেক্ট নিয়ে যারা অনার্স সম্পন্ন করে তারা এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারীদের মতো ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারে। তাই যাদের স্বপ্ন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করার, তারা এই সাবজেক্টে আসতে পারো। তাই যাদের সরকারি চাকরির প্রতি টার্গেট, তাদের জন্যে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) সাবজেক্টটি যুতসই। কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো তার আরেকটি উদাহরণ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) সাবজেক্টটি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ২০২৫
ফিশারিজ
বাংলাদেশের প্রেক্ষাপটে ফিশারিজ একটি দামী সাবজেক্ট। কেননা বাংলাদেশের অধিকাংশ মানুষের আমিধের চাহিদা পূরণ করে মাছ। আর সরকারি চাকরির দিক দিয়ে এই বিভাগে যথেষ্ট সুনাম আছে। এই বিভাগ থেকে অনেক চাকরির পদ বরাদ্দ আছে। স্যালেরিও ভালো থাকায় এই বিভাগে শিক্ষার্থী চাহিদাও ব্যাপক। শুধু কৃষি বিশ্ববিদ্যালয়ই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়েও আছে ফিশারিজ বিভাগ। কাজের ও গবেষণা ক্ষেত্র ব্যাপক হওয়ায় এই সাবজেক্টটিও হতে পারে তোমার স্বপ্নের সাবজেক্ট।
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন প্রকৌশল সাবজেক্টগুলোর চাহিদাও ব্যাপক। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যেমন গবেষণা ও বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে, তেমনই ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বেসরকারি জবের ক্ষেত্রে সুনাম আছে।
অন্যান্য কৃষি সাবজেক্ট
ফরেস্টি, এ্যানিমেল হাজবেন্ড্রি দুটি সাবজেক্টই পরিচিত, বাজারে চাহিদাও আছে। দেশের মধ্যে চাকরি সীমিত মনে হলেও এই সাবজেক্ট আছে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া ফুড সেফটি ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল ইকোনমিক্স এই দুই সাবজেক্ট বাংলাদেশে নতুন মনে হলেও এখানেও কাজের ক্ষেত্র বাড়ছে। আশা করা হচ্ছে এই সাবজেক্টগুলোও সামনে আরো পরিচিত হয়ে উঠবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ভালো আশা করি এই আর্টিকেলটি পড়ে কিছুটা হলেও ধারণা নিতে পেরেছো। এই লেখা পরে যদি সামান্যটুকু হেল্প পাও তাহলে নিজেকে ধণ্য মনে করবো।