কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ নিয়ে হাজির হলাম। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে। তাই, একজন শিক্ষার্থীকে আর প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে পরীক্ষা দিতে হচ্ছে না। একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা দিয়ে সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পাবে।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫
বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ হওয়ায় অনেক আগে থেকে এদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন দেখা দেয়। তাই তো, বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি পাকিস্তান আমনেই প্রতিষ্ঠা পায়। বাংলাদেশের প্রত্যেকটি কৃষি বিশ্ববিদ্যালয় এখন কৃষি গুচ্ছের অন্তর্গত। এখানে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরো উল্লেখযোগ্য সমানধন্য বিশ্ববিদ্যালয় আছে।
নিচে গুচ্ছে অন্তর্গত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রদান করা হলো:
ক্রমিক | বিষয়ের নাম | আসন সংখ্যা |
---|---|---|
১
|
১১১৬ | |
২ | ৪৩৫ | |
৩ | ৬৯৮ | |
৪ | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৪৪৮ |
৫ | ২৭০ | |
৬
|
৪৩১ | |
৭ | ১৫০ | |
৮ | ৯০ | |
৯ | কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম | ৮০ |
আরো দেখুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫
তোমরা অনেকেই হয়তো কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ দেখে একটু অবাক হচ্ছো। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী তো সাধারণ গুচ্ছে থাকার কথা, তাই না? প্রকৃতপক্ষে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী একসাথে সাধারণ গুচ্ছ এবং কৃষি গুচ্ছে অন্তর্গত। বিশ্ববিদ্যালয়টির কৃষি সম্পর্কিত সকল বিভাগ কৃষি গুচ্ছে অন্তর্গত। আর বাকি সব বিভাগ সাধারণ গুচ্ছ পরীক্ষায় অন্তর্গত।
মোট আসন সংখ্যা কত?
তোমরা যদি কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ সাল অনুযায়ী দেখো, তাহলে মোট আসন পাবে ৩৭১৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি সিট আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট আছে ১১১৬টি। এছাড়া ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার অদূরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে এক হাজারের অধিক। এর বাহিরে ডদেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরেরও সনামধন্য বেশ কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে।
কারা পরীক্ষা দিতে পারবে?
কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে না। ইন্টারে অবশ্যই জীববিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করতে হবে। এছাড়া এখানে সেকেন্ড টাইম রয়েছে, তাই একবার ভর্তি হতে ব্যর্থ হলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ হতে তোমরা নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারো। তবে মনে রাখা উচিত, বাংলাদেশের কম বেশি প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো। এক্ষেত্রে তোমাকে সাবজেক্টকে বিবেচনায় রাখা উচিত। এছাড়া বিশ্ববিদ্যালয় নির্বাচনে তোমার বাসা থেকে কাছের বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিতে পারো।