আজকে আমরা জানবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫ সালের আলোকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্গত ছিল। তবে এবছর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে না। এবছর বিশ্ববিদ্যালয়টি নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানিয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫
গত ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তি পরিক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে। এই নোটিশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আবেদন ফি, আবেদনের তারিখ, আবেদন যোগ্যতা, ইউনিটসমুহ, ভর্তি পরীক্ষার তারিখ ইত্যাদি তথ্য জানা গেলেও ইউনিট প্রতি আসন সংখ্যা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলে হয়নি। জানানো হয়েছে বিস্তারিত শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্যতম বিশ্ববিদ্যালয়টি এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরছে, যেটি কয়েকদিন আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নিয়ম থেকে কিছুটা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিবে। তাই ভর্তি যোগ্যতায় কিছুটা পরিবর্তন আশা করা হচ্ছিল।
আবেদন ফি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবছর আবেদন ফি দার্য করা হয়েছে ১০০০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও ভর্তি ফি প্রায় একই করা হয়েছে।
আরো দেখুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫
আবেদনের তারিখ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে। আবেদন দাখিল করার শেষ সময় ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। অতএব, মোট ২০ দিন ধরে চলবে আবেদন কার্যক্রম। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই সময়ের মধ্যে আবেদনকারীদের ভর্তি ফি প্রদান করতে হবে। ফি প্রদান ব্যতীত ভর্তি আবেদন গ্রহণ হবে না। আবেদনকারীরা ছুটির দিনেও ভর্তি আবেদন ফি প্রদান করতে পারবে।
আবেদন যোগ্যতা
যারা যারা ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ এবং ২০২০, ২০২১ বা ২০২২ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ, তারাই কেবলমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বিবেচিত হবে। এ থেকে পরিষ্কার যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম সুযোগ রয়েছে। এছাড়া ইউনিট ও বিভাগভিত্তিক যোগ্যতাও রয়েছে, যা ইউনিট সেকশনে আলোচয়া করা হয়েছে।
ইউনিটসমুহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউনিট রাখা হয়েছে মোট তিনটি। ইউনিট তিনটি হচ্ছে:
- এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
- বি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ)
- সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
ভর্তি পরীক্ষার তারিখ
ইউনিট | তারিখ | সময় |
---|---|---|
সি ইউনিট | ১৯ এপ্রিল ২০২৫ | সকাল দশটা থেকে এগারটা |
এ ইউনিট | ৩ মে ২০২৫ | সকাল দশটা থেকে এগারটা |
বি ইউনিট | ৩ মে ২০২৫ | দুপুর তিনটা থেকে চারটা |
ইউনিটভিত্তিক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিট হলেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিনটি ইউনিটেই পরোক্ষা দিতে পারবে। অপরদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র বি ও সি ইউনিটে পরিক্ষা দিতে পারবে। এইচএসসি ও এসএসসি পরীক্ষার জিপিএ এর উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা নির্ধারণ হবে, তাই নিচের ছক দেখে যাচাই করুন।
ইউনিট | এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ | এসএসসি বা সমমান |
---|---|---|
এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) | বিজ্ঞান শাখা হতে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে৷ | গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি পর্যায়ে গণিতে জিপি ৩.০০ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তিচ্ছুদের এইচএসসি পরীক্ষায় রসায়নে জিপি ৩.৫০ ও গণিতে জিপিএ ২.৫০ থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তিচ্ছুদের এইচএসসি সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ ও গণিতে জিপিএ ২.৫০ থাকতে হবে। |
বি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) |
আবেদনকারীর এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ মানবিক শাখায় ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে। তবে সকল শাখার ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
|
ইংরেজিতে ভর্তিচ্ছুদের এইচএসসি পরীক্ষায় নূন্যতম ইংরেজিতে এ মাইনাস এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের এইচএসসি বা সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোন একটি থাকতে হবে।
|
সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) |
আবেদনকারীর এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ বিজ্ঞান শাখায় ৭.০০ থাকতে হবে। তন্মধ্যে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে তন্মধ্যে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।মানবিক শাখায় এইচএসসি ও এসএসসি ৬.০০ থাকতে হবে তন্মধ্যে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। |
আলাদা কোনো শর্ত নেই। |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা বিশ্লেষণ করলে জানা যায়, মানবিক শাখায় এইচএসসি ও এসএসসি ৬.০০ থাকতে হবে তন্মধ্যে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকলে তারা দুইটি ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে তন্মধ্যে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকলে তারাও দুইটি ইউনিটে পরীক্ষা দিতে যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইউনিট অনুযায়ী আলাদা আলাদা।
এছাড়া ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগসমূহ, আসন সংখ্যা ও অন্যান্য শর্তাবলী যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা হতে জানা যাবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) নোটিশ আকারে প্রকাশ করা হবে।