ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা কত সেটি সম্পর্কে আজকে জানবো। যারা বিজ্ঞান বিভাগে পরে তাদের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলে পরার। তেমনি যারা মানবিক বিভাগে আছে তাদের মধ্যে বেশিভাগ শিক্ষার্থীর ইচ্ছা আইন বিভাগে ভর্তি হওয়ার। আইন নিয়ে শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ থাকার পেছনে মূল কারণ হচ্ছে আইন পেশার কাজের প্রসারণ। আইন নিয়ে বেকার আছেন এমন লোক খুজে পাওয়া সত্যি দুঃস্কর। বিসিএস থেকে শুরু করে আইনজীবী হওয়া, আদালতের জজ হওয়া, আইনবিশেষজ্ঞ ইত্যাদি ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে।

আর আইন বিষয়ে পড়ার জন্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বিশ্ববিদ্যালয়টির প্রথম দিকের একটি বিভাগ। এই বিভাগ যেমন সমৃদ্ধ, তেমনিই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। বিশ্ববিদ্যালয়টি থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট পাশেই হওয়াতে আইন বিষয়ে হাতে কলমে ধারণা নিতে সহায়তা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা সর্বমোট ১১০টি। এই ১১০টি আসন মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মাঝে ভাগ করে দেওয়া আছে। কোন বিভাগের জন্যে কতটি করে আসন বরাদ্দ আছে তা নিচে দেখে নাও:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা
বিভাগ আসন সংখ্যা
মানবিক
৫৫
বিজ্ঞান ৩৭
বাণিজ্য ১৮
সর্বমোট আসন ১১০

আরো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ ২০২৫

আইন বিভাগ পেতে হলে

আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন একটি সাবজেক্ট হওয়ায় ভর্তি পরীক্ষায় একদম প্রথম সারিতে না থাকতে পারলে আইনে ভর্তি হওয়ার সুযোগ নাও হতে পারে। যদি মানবিক বিভাগ থেকে ১০০-১৫০তম, বিজ্ঞান বিভাগ থেকে ১০০তম এবং বাণিজ্য বিভাগ থেকে ৫০তম এর ভেতরে থাকতে পারো তাহলে আশা করতে পারো আইনে পড়ার সুযোগ পাবে। আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অন্তর্ভুক্ত। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে (পূর্বে খ ইউনিট নামে পরিচিত) ভর্তি পরীক্ষা দিয়ে এই বিভাগে ভর্তি হতে হয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা তুলনামূলকভাবে কম মনে হতে পারে। এই বিষয়ের চাহিদা যুগ-যুগ ধরেই আছে, ভবিষ্যতেও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ আছে। যাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেশসেরা বলে বিবাচিত। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়েও সুযোগ নিয়ে দেখতে পারো।

শেয়ার করুন

Leave a Comment